মজুরি বাড়ানোর আন্দোলনকে কেন্দ্র করে আজ বুধবারও রাজধানীর মিরপুরের সড়কে নেমে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ দেখাচ্ছেন।
আজ সকালে রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন সড়কে লাঠিসোঁটা নিয়ে নামেন অনেক পোশাকশ্রমিক।
বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। তাঁরা মজুরি বাড়ানোর দাবি জানাচ্ছেন। শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদ জানাচ্ছেন। শ্রমিকদের ওপর হামলার বিচার দাবি করছেন।


Social Media Icons