কুমিল্লায় মহাসড়ক অবরোধের চেষ্টা বিএনপি-জামায়াতের, আটক ১
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অবরোধের চেষ্টা করেছে বিএনপি ও জামায়াতের সমর্থকরা। চলমান তিনদিন অবরোধ কর্মসূচির প্রথম দিনে মঙ্গলবার সকালে মিছিল করে, গাছের ঁগুড়ি ফেলে এবং টায়ারে আগুন দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন অবরোধ সমর্থনকারীরা। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছেন তারা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় পুলিশ জামায়াতের এক কর্মীকে আটক করেছে।জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার ঝাগরজুলি এলাকায় অবস্থান নেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে মহাসড়ক হয়ে সামনে যেতে চাইলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় বিএনপি কর্মীদের সঙ্গে জামায়াত কর্মীরা যুক্ত হয়ে পুলিশকে পাল্টা ধাওয়া দেয়। পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুঁড়লে বিএনপি-জামায়াত কর্মীরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এক পর্যায়ে পুলিশের প্রতিরোধের মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার আবদুল মান্নান। তিনি বলেন , সকালে মহাসড়কের ঝাগুরঝুলি এলাকায় জামাত-বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। একজনকে আটক করেছে পুলিশ।


Social Media Icons