Header Ads

Header ADS

৩শ' ৬৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো লাকসাম উপজেলা ও পৌর প্রশাসন


 নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে ৩শ' ৬৬ কৃতি শিক্ষার্থীকে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে।

'ফুলের মত ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো; জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে গড়বো' এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে পৌরসভা মিলনায়তনে লাকসাম উপজেলায় ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, উপজেলা প্রকৌশলী মোঃ সাদিকুল জাহান রিদান, লাকসাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাকের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ উল্লাহ সবুজ, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আখতার হোসেন মানু।

আরো বক্তব্য রাখেন, গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রনজিৎ দাস, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, শিক্ষার্থীদের মাঝে অনুভূতি ব্যক্ত করেন, নাজমুল ইসলাম ও তাসনিম বিনতে কামাল।

এ সময় আতাকরা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেসবাহ উদ্দিন, আল আমিন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাফর মজুমদারসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের সনদ, উপহার সামগ্রী ও গাছের চারা উপহার দেয়া হয়।
Blogger দ্বারা পরিচালিত.