নিজস্ব প্রতিবেদক: লাকসামের দক্ষিণ চাঁদপুরে চাঁদপুরীশাহ দরবার শরীফে সৈয়দ মোহাম্মদ আশরাফ আলী চাঁদপুরীশাহ র. ৬৩তম বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) কোরআন খতমের মাধ্যমে শুরু হয়ে তরিকতি ওয়াজ নসিহত, শানে চাঁদপুরীশাহ গজল, জিকিরের তালিম, মিলাদ ও আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ওরস শেষ হয়।
ওরসে দোয়াগো-সাজ্জাদানশীন সৈয়দ আবু আশরাফ মোহাম্মদ গাজীউল হক চাঁদপুরীশাহ্ র., শাহজাদায়ে গাউছে জামান ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক চাঁদপুরী, সৈয়দ মোহাম্মদ মাজেদুল হক চাঁদপুরী।
ওরসে শতশত ভক্ত-আশেকান অংশগ্রহণ করেন।



Social Media Icons