Header Ads

Header ADS

লাকসামে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের


মিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে সাইফুল ইসলাম (৩৫) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবর) রাত ৮টার কুমিল্লার লাকসাম উপজেলার দৌলতগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সাইফুল ইসলাম লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ ইউনিয়নের আউশপাড়া গ্রামের বাসিন্দা। তিনি লাকসাম বিএন উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক ছিলেন। 

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার রাত ৮টার দিকে রেললাইনের পাশে পেশাব করছিলেন সাইফুল। এসময় ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। তাতে তার শরীরের একটি অংশ ট্রেনের চাকায় পিষ্ট হয়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান সাইফুল।

ওসি আরও বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Blogger দ্বারা পরিচালিত.