Header Ads

Header ADS

বিএনপি সমঝোতার পথ বন্ধ করেছে, মার্কিন প্রতিনিধিদলকে আ.লীগ


বিএন‌পি অসাং‌বিধা‌নিক দা‌বিগু‌লো সাম‌নে এ‌নে সম‌ঝোতার সব পথ বন্ধ ক‌রে দি‌য়ে‌ছে ব‌লে মা‌র্কিন প্রাক পর্যবেক্ষণ দল‌কে জা‌নি‌য়ে‌ছে আওয়ামী লীগ।

সোমবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে মা‌র্কিন প্রাক পর্যবেক্ষক দলের বৈঠকে বিষয়টি জানানো হয়েছে।

বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, রাজনী‌তি‌তে সম‌ঝোতার পথ‌ বিএনপি বন্ধ করেছে।প্রধানমন্ত্রীর পদত‌্যাগ চে‌য়ে, তত্ত্বাবধায়ক সরকারে ম‌তো মৃত ইস‌্যু‌কে সাম‌নে এ‌নে তারা আ‌ন্দোলন করছে, যা সং‌বিধান ব‌হির্ভূত।

Blogger দ্বারা পরিচালিত.