Header Ads

Header ADS

তোরণ-ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর জন্য সেজেছে ভাঙ্গা


প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার পদ্মা সেতু দিয়ে রেল চলাচলের উদ্বোধন করবেন। এ সময় তিনি মাওয়া থেকে ট্রেনে চড়ে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত যাবেন। সেখানে তিনি জনসভায় বক্তব্য দেবেন বলে কর্মসূচি রয়েছে।

ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর এই জনসভাকে সফল করতে এক সপ্তাহ ধরে দিনরাত পরিশ্রম করছেন নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ভাঙ্গা উপজেলার বিভিন্ন সড়কে সুবিশাল দৃষ্টিনন্দন তোরণ আর ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। বসেছে ডিসপ্লে; সেখানে প্রচার করা হচ্ছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড।

আলোকসজ্জা করা হয়েছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থাপনায়। এ ছাড়া স্থানীয় নেতাদের বড় বড় ব্যানার শোভা পাচ্ছে বিভিন্ন মোড়, রাস্তার পাশের দেয়াল ও গাছে-গাছে। এরই মধ্যে নৌকার আদলে প্রধানমন্ত্রীর সভাস্থলের মঞ্চ নির্মাণ কাজ শেষ হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জনসভাস্থল, ভাঙ্গা স্টেশনসহ আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর চার হাজার সদস্য নিরাপত্তার চাদরে গোটা এলাকা ঢেকে ফেলেছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাত হোসাইন সাংবাদিকদের বলেন, “পুলিশ ও সরকারের বিশেষ নিরাপত্তা বাহিনীর বিভিন্ন টিম গুরুত্বপূর্ণ পয়েন্টে টহলরত অবস্থায় আছেন।

আইন-শৃঙ্খলা বাহিনী নিয়মিত পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করবেন।”

সরকারপ্রধান শেখ হাসিনা সবশেষ ২০১৭ সালের ২৯ মার্চ ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় বক্তব্য দেন। প্রায় সাড়ে ছয় বছর পর তিনি আবার ফরিদপুরে জনসভায় অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর আগমন ও জনসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এ জনসভাকে কেন্দ্র করে জেলার চারটি সংসদীয় আসনের সব ইউনিটের আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ বলেন, “গত কয়েকদিন ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে জনসভাকে সফল করতে আমরা দিনরাত নিরলসভাবে কাজ করেছি। আমাদের লক্ষ্য জনসভাস্থল ও আশপাশের এলাকায় দুই লাখ মানুষের সমাগম ঘটানোর।”

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, “জননেত্রী শেখ হাসিনা ফরিদপুরে আসবেন, তিনি আমাদের যা দেবেন তাতেই আমরা খুশি।

তিনি আরও বলেন, “এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। সাধারণ মানুষ নেত্রীকে ভালবেসে ছুটে আসবে তার কথা শোনার জন্য।”

কয়েকদিন টানা বৃষ্টিতে ভিজেছে দেশের বিভিন্ন জেলা। ফরিদপুরেও দুর্যোগপূর্ণ আবহাওয়া গেছে। তবে শনিবার থেকে আবহাওয়া ভাল। কোনো বৃষ্টি হচ্ছে না।

ফরিদপুর আবহাওয়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, “মঙ্গলবার ফরিদপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির আশঙ্কা কম।”

Blogger দ্বারা পরিচালিত.