নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কুমিল্লায় সাংগঠনিক সফর উপলক্ষে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে স্থানীয় সার্কিট হাউজ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কুমিল্লা জেলা এ আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান।
সংগঠনের কুমিল্লা জেলার সভাপতি আবদুল কাদের এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান,আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান,কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন খান, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি আবুল হোসেন, প্রধান উপদেষ্ঠা মোঃ ফারুক খান, মহাসচিব মোঃ আসাদুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম খাঁন। কুমিল্লা
জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খাঁনের প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ও জেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আবদুল হালিম। এ সময় উপস্থিত ছিলন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কামিনুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব ইব্রাহিম খলিল উল্লাহ, যুগ্ন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম দপ্তর সম্পাদক শায়লা শারমীন, ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক সফদার আলী, বি-বাড়িয়া জেলার সাধারন সম্পাদক আবুল কাশেম খোকন, কুমিল্লা জেলার সাবেক সভাপতি আবুল হাসেম মজুমদার, সাবেক সাধারন সম্পাদক আবদুর রহিম, কুমিল্লা জেলা বর্তমান সহসভাপতি মোস্তফা কামাল মজুমদার, যুগ্ম সাধারন সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান, অর্থ সম্পাদক মোবারক হোসেন, দপ্তর সম্পাদক তারেক বিল ওয়ালী, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মজিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, সহ- প্রচার সম্পাদক যোবায়ের হোসেন, নির্বাহী সদস্য হেলাল উদ্দিন আশরাফী, ফিরোজ খান, মনির উদ্দিন,আবদুল আলিম, পঙ্কজ আচ্যর্য,রাজিব মিত্র প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


Social Media Icons