Header Ads

Header ADS

ফিলিস্তিনের সমর্থনে কওমী বিক্ষোভ মাদ্রাসা সংগঠনের মিছিল


 নিজস্ব প্রতিবেদক: কওমী মাদ্রাসা সংগঠন লাকসাম উপজেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন ও দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে লাকসাম ও পার্শ্ববর্তী লালমাই উপজেলার কওমী মাদ্রাসা সংগঠনের উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন ও দখলদারিত্বের প্রতিবাদে লাকসাম পৌরসভার হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে বিক্ষোভ মিছিল পূর্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলিটি হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে এসে শেষ হয়। 

লাকসাম মদিনাতুল উলুম মাদ্রাসার মুহ্তামিম মাওলানা আবুল খায়েরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে কওমী মাদ্রাসার শতশত শিক্ষক, শিক্ষার্থী ও মুসুল্লিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা স্বাধীনতাকামী ফিলিস্তিনি মুসলমানদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ইসরাইলের প্রতি তীব্র নিন্দা জানান।

Blogger দ্বারা পরিচালিত.